ঝিনাইগাতীতে হতদরিদ্র পরিবারের মাঝে ওয়ার্ল্ড ভিশনের ছাগল বিতরণ||সত্যবয়ান

ঝিনাইগাতীতে হতদরিদ্র পরিবারের মাঝে ওয়ার্ল্ড ভিশনের ছাগল বিতরণ||সত্যবয়ান

স্টাফ রিপোর্টার ||শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে পরিচালিত বাংলাদেশ ইনিশিয়েটিভ টু এনহেন্স নিউট্রিশন সিকিউরিটি এন্ড গভর্নেন্স বিংস প্রকল্প ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে ২৪ মে মঙ্গলবার দুপুরে ওয়ার্ল্ড ভিশন অফিস চত্বরে হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
বিংস প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সুজিত চিসিমের সভাপতিত্বে ছাগল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক আল মাসুদ।
প্রজেক্ট অফিসার জেমস উজ্জল শিকদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ সাদিয়া আফরিন, মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক।
এসময় বক্তারা বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিংস প্রকল্পের অধীন এলাকার দরিদ্র জনগনের মাঝে ছাগল বিতরণের যে কর্মসূচি গ্রহণ করেছে তা অত্যন্ত সময়োপযোগী। ছাগল পালনের মাধ্যমে হতদরিদ্র জনগণ তাদের অবস্থার পরিবর্তনের মাধ্যমে মা ও শিশুদের স্বাস্থ্য এবং পুষ্টিগত অবস্থার উন্নয়ন ঘটাতে সক্ষম হবে। পরে উপস্থিত অতিথিরা মালিঝিকান্দা ইউনিয়নের সুবিধাভোগী ৯২ জন হতদরিদ্র পরিবারের মাঝে ২টি করে মাদি ছাগল বিতরণ করেন। ৯২টি পরিবারের মধ্যে মোট ১৮৪টি ছাগল বিতরণ করা হয়।
উল্লেখ্য, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিংস প্রকল্প কর্তৃক আয়োজিত ছাগল বিতরণ কর্মসূচি-২০২২ সনে ঝিনাইগাতী উপজেলার ৭টি ইউনিয়নে ১০৭৩ জন হতদরিদ্রদের মধ্যে মোট ২১৪৬টি ছাগল বিতরণ করেছেন।
ছাগল বিতরণকালে উপ-সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা জালালী আশরাফ জিলানী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *