ঝিনাইগাতীতে ৭৮ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার-১||সত্যবয়ান

ঝিনাইগাতীতে ৭৮ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার-১||সত্যবয়ান

ঝিনাইগাতী সংবাদদাতা ||শেরপুরের ঝিনাইগাতীতে ৭৮ হাজার টাকার জাল নোটসহ মো. শফিকুল ইসলাম(৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ২মে সোমবার সকালে উপজেলার কাংশা ইউনিয়নের নকশী ব্রীজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার মাঝরাকুড়া কড়ইতলা গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে।

পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভূঁইয়া’র নির্দেশে এসআই আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কাংশা ইউনিয়নের নকশী ব্রিজের নিকট থেকে নগদ ৭৮ হাজার টাকার জাল নোট সহ শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে। এর মধ্যে ৪৯টি ১ হাজার টাকার নোট এবং ৫৯টি ৫ শত টাকার নোট।

ঝিনাইগাতী থানার এসআই আব্দুর রাজ্জাক জানান, চোরাকারবারীরা ঈদকে সামনে রেখে ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন হাট বাজারে এসব জাল নোট ছাড়ানোর উদ্দেশেই শফিকুল নকশী ব্রীজে অবস্থান করতে ছিল। তাকে হাতেনাতে ধরতে পেরে অনেক লোক ক্ষতির হাত থেকে রক্ষা পেলো।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভূঁইয়া সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *