নকলায় অতিরিক্ত ভাড়া আদায়: ১২ চালককে অর্থদণ্ড

নকলায় অতিরিক্ত ভাড়া আদায়: ১২ চালককে অর্থদণ্ড

নকলা সংবাদদাতা: শেরপুরের নকলায় পবিত্র ঈদুল আযহা পরবর্তী সময়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ১২ বাস ও সিএনজি চালককে ১৩ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

শনিবার (৮ জুলাই) দুপুরের দিকে পাইস্কা বাইপাস এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া উম্মুল বানিন।

অভিযানকালে অভিযোগের সত্যতা পাওয়ায় ১২ বাস ও সিএনজি চালককে মোট ১৩ হাজার টাকা অর্থদন্ড করা হয়। তাছাড়া ভবিষ্যতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করতে চালকদের সতর্ক করা হয়।

ওই সময় নকলা থানা পুলিশ ও নকলা-নালিতাবাড়ি ট্রাফিক জোনের সদস্যগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *