নকলায় কোভিড-১৯ প্রতিরোধে হাঙ্গার প্রজেক্ট’র টাউন হল মিটিং অনুষ্ঠিত||সত্যবয়ান

নকলায় কোভিড-১৯ প্রতিরোধে হাঙ্গার প্রজেক্ট’র টাউন হল মিটিং অনুষ্ঠিত||সত্যবয়ান

নকলা সংবাদদাতা ||শেরপুরের নকলায় কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ জুলাই) সকাল ১১ টায় দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে ইউনিসেফের সহযোগিতায় উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় এলাকা সমন্বয়কারী খায়রুল বাশার।

ইনফরমেশন সার্ভিস প্রভাইডার আবু সাঈদ ইমন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ গোলাম মোস্তফা, মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা ইয়াসমিন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র শেরপুর জেলা সমন্বয়কারি জাহিদুল খান সৌরভ প্রমুখ বক্তব্য রাখেন।

অন্যান্যদের মধ্যে নকলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলে রাব্বী রাজন, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, নকলা ইয়ুথ রিপোর্টার্স ক্লাবের সভাপতি নুর হোসেন এবং স্বাস্থ্যবিভাগসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগসমূহের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঝুঁকি নিরুপণ, যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা বার্তা যোগাযোগ জোরদারকরণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার জনগণকে কোভিড-১৯ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও টিকা গ্রহণে উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এই সভার আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *