নকলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ||সত্যবয়ান

নকলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ||সত্যবয়ান

নকলা সংবাদদাতা||শেরপুরের নকলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি টাকা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল ও নগদ অর্থ তুলে দেয়া হয়।

এসময় উপজেলা পরিষদের চেয়াররম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বুলবুল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবনমান উন্নয়নে ১০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল এবং বিভিন্ন শ্রেণিতে অধ্যয়নরত ৭০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে সর্বমোট ৩ লক্ষ ১২ হাজার টাকার শিক্ষাবৃত্তি বৃত্তি তুলে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *