বাংলাদেশের নাগরিক প্রমাণ করতে পারলে মিলবে এনআইডি : সিইসি

বাংলাদেশের নাগরিক প্রমাণ করতে পারলে মিলবে এনআইডি : সিইসি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের নাগরিকত্ব প্রমাণ করতে পারলে দ্বৈত নাগরিকরা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাবেন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, বাংলাদেশের নাগরিকত্ব প্রমাণ করতে পারলেই সে এনআইডি পাবেন।

আজ সোমবার (১০ জুন) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ‘এনআইডি সংশোধনের আবেদনসমূহ ক্যাটাগরিকরণ ও দ্রুত নিষ্পত্তি’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্যোগে কর্মশালাটি আয়োজন করা হয়।

সিইসি বলেন, ‘দ্বৈত নাগরিকত্ব উছিলায় অনেকে এনআইডি নিচ্ছিলেন না। অথচ এনআইডির জন্য বাংলাদেশের নাগরিকত্ব প্রমাণই যথেষ্ট। দুটি হোক আর আর ১০টি হোক বাংলাদেশের নাগরিক এটা প্রমাণ করলেই হবে। এর জন্য কোনো মন্ত্রণালয় অথবা কোথাও থেকে সার্টিফিকেট নেওয়া অর্থহীন।
ইসি সূত্রে জানা যায়, প্রায় পাঁচ লাখের বেশি এনআইডি সংশোধনের জন্য জমা পড়ে আছে। এসব সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য কর্মশালাটি আয়োজন করা হয়। এ বিষয়ে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘এআইডি সংশোধনে আমরা সময় সীমা বেধে দিতে পারি। আমাদের কর্মকর্তারা বেধে দেওয়া সময়ে কাজটি সম্পন্ন করছেন কিনা, সেটাও তদারকি করা হবে।

প্রধান নির্বাচন কমিশনার আরো বলেন, ‘আমাদের বিরুদ্ধে অভিযোগ আমারা এনআইডি দিতে দেরি করি। জনগণ যে সেবা নিতে আসে সেটি দ্রুত এবং বিনয়ের সহিত দিতে আমরা সচেষ্ট থাকব। এ ছাড়াও কিছু কিছু সংকট আমাদের দেশে রয়েছে।’

এনআইডি জালিয়াতি রোধে ইসি কঠোর পদক্ষেপ গ্রহণ করবে জানিয়ে তিনি বলেন, ‘এনআইডি এতই গুরুত্বপূর্ণ যে আজ কোথাও এটি ছাড়া কাজ করা যায় না। অনেকে অপরাধমূলক কর্মকাণ্ডের লক্ষে এন আইডির তথ্য পরিবর্তন করেন।

এটি রোধে আমরা আরো ভালো উপায় খুঁজে বের করার লক্ষে নিয়ে কাজ করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *