শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু-সত্যবয়ান

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু-সত্যবয়ান

স্টাফ রিপোর্টার: শেরপুর জেলার সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের নাগপাড়া গ্রামে ১৫ আগস্ট রোববার বিকেল সাড়ে ৩টার দিকে গরুর খাদ্য হিসেবে বাঁশের পাতা পাড়তে গিয়ে গুলমামুদ ওরফে মামুন (৬২) নামে এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন।
গুলমামুদ ওরফে মামুন সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের নাগপাড়া গ্রামের মগর সেকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার চরশেরপুর নাগপাড়া গ্রামের মগর সেকের ছেলে গুলমামুদ ওরফে মামুন রোববার বিকেলে গরুর খাদ্য হিসেবে বাড়ীর পার্শ্বে একটি বাঁশ ঝাড়ে বাঁশের পাতা পাড়তে যায়। এদিকে ওই বাঁশ ঝাড়ের উপর দিয়ে বয়ে যাওয়া পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইন বাঁশ ঝাড়ে পূর্বে থেকেই বিদ্যুতায়িত থাকায় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
চরশেরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন সুরুজ গুলমামুদ ওরফে মামুনের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *