শেরপুরে রাজনীতিতে নারীর অগ্রগতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত||সত্যবয়ান

শেরপুরে রাজনীতিতে নারীর অগ্রগতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত||সত্যবয়ান

স্টাফ রিপোর্টার ||রাজনীতিতে নারীর অগ্রগতি “টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ১৪ মার্চ সোমবার দুপুরে জেলা শহরের স্বপ্নীল কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শেরপুর জেলার জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন রহমান ফাতেমার সভাপতিত্বে ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলার সঞ্চালনায় বক্তব্য রাখেন শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আ স ম নুরুল ইসলাম হিরো, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক এবিএম মামুনুর রশিদ পলাশ, আবু রায়হান রুপন, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম, ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল ময়মনসিংহ অঞ্চলের রিজিওনাল ম্যানেজার নার্গিস আক্তার, সিনিয়র কো-অর্ডিনেটর নিরুপাম ভৌমিক প্রমুখ।
এসময় বক্তারা বলেন, যথেষ্ট সময় হাতে পেয়েও রাজনৈতিক দলগুলো এখনও ৩৩ শতাংশ নারী সদস্য রাখার শর্ত পূরণ করতে পারেনি। নারী নেতাদের একটি নেটওয়ার্ক প্রতিষ্ঠা করতে পারি, যা আমাদের শুধু একক বৈঠকের জন্য একত্রিত করবে না বরং লিঙ্গ সমতা অর্জনে বাস্তব পদক্ষেপ নিশ্চিত করতে একটি শক্তি হিসেবে কাজ করবে।
সভাপতির বক্তব্যে নাসরিন রহমান ফাতেমা বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। সুতরাং দেশের উন্নতির স্বার্থে সমতার ভিত্তিতে নারী ও পুরুষের সম-মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা দরকার।
এছাড়াও জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *