শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময় সভা||সত্যবয়ান

শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময় সভা||সত্যবয়ান

স্টাফ রিপোর্টার: শেরপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে সদর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট মঙ্গলবার দুপুর ১২টায় সদর থানা প্রাঙ্গণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সদর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া। এসময় তিনি বলেন, পুলিশ সাংবাদিক উভয় উভয়ের সাথে সমন্বয় রয়েছে এবং সমন্বয় থাকা দরকার। মূলত সাংবাদিক তৃণমূলের সংবাদ সংগ্রহে যথেষ্ঠ কুটকৌশলী ও পরিশ্রম করে থাকেন। অনেক ক্ষেত্রে সাংবাদিকের মাধ্যমে পুলিশ অনেক তথ্য পেয়ে থাকেন। যার ফলে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে পুলিশি কার্যক্রমে অনেকটাই তথ্য পাওয়া সহজ হয়।
নবাগত (ওসি) বছির আহমেদ বাদল সাংবাদিকদের বলেন, আমার প্রধান লক্ষ্য হলো সদর উপজেলা থেকে মাদক নির্মূল করা। তিনি আরো বলেন, মাদক কারবারী বা সেবনকারী সে যেই হউক না কেন, তাকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না। এছাড়া বাল্যবিবাহ ও জুয়াসহ বিভিন্ন সামাজিক অপরাধ রোধ করে দেশ জনগণের কল্যাণে তিনি অপোষহীন ভাবে কাজ করবেন। এর জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন
শেরপুর সাংবাদিক ইউনিয়ন সভাপতি মানিক দত্ত, শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা।
এসময় শেরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম, আসাদুজ্জামান মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল ও মহিউদ্দিন সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক মারুফুর রহমান ফকির, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সোহেল রানা, প্রচার সম্পাদক জুবাইদুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইমরান হাসান রাব্বি, কার্যকরী পরিষদের সদস্য আবুল হাশিম, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক জিএইচ হান্নান, সিনিয়র সাংবাদিক জিএম আজফার বাবুল, রফিক মজিদ, এডভোকেট ফারহানা পারভীন মুন্নি, মাসুদ হাসান বাদল, প্রেসক্লাবের সদস্য মুগনিউর রহমান মনি, হীরা, কাজী মাসুম, লাভলু, বুলবুল আহম্মেদ,সাংবাদিক হামিদুর রহমান, জয়ন্ত দেসহ ইলেকট্রনিক, প্রিন্ট এবং অনলাইন মিডিয়ার সাংবাদিক ও পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *