শ্রীবরদী সদর ইউনিয়নে  ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত||সত্যবয়ান

শ্রীবরদী সদর ইউনিয়নে ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত||সত্যবয়ান

শ্রীবরদী সংবাদদাতা ||পুলিশই-জনতা জনতাই পুলিশ এ স্লোগানকে সামনে রেখে বিট পুলিশিং সেবা মাঠ পর্যায়ে জনগণের দোর গোড়ায় পৌঁছে দিতে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে ৬ নং শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদ মাঠে শ্রীবরদী থানা পুলিশের আয়োজনে ”ওপেন হাউস ডে” অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর শনিবার বিকেলে শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আইনশৃঙ্খলা উন্নয়নে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু বকর সিদ্দিক।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা পুলিশের নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র এএসপি আফরোজা নাজনীন।

এতে বক্তব্য রাখেন শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো ফরিদুজামান খান, সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম, বানিবাইদ আব্দুল্লাহ মাহমুদ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো রেজাউল করিম, শেরপুর জেলা পরিষদের সদস্য মো আব্দুল্লাহেল আল আলামিন,নিকাহ রেজিস্টার আবু তাহের প্রমুখ।

ভারপ্রাপ্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে এবং করবে। মাদকের সঙ্গে কোনো আপস নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহবান জানান।
শ্রীবরদী থানার এসআই মো সাইফুল মালেকের সঞ্চালনায়
এ সময় অন্যান্যের মধ্যে শ্রীবরদী প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম বকুল, শ্রীবরদী থানার সেকেন্ড অফিসার এসআই মো আখতারুজ্জামান, সদর ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি মো খোয়াজ আলী, মামদামারী দাখিল মাদরাসার সুপার আব্দুর কাদেরসহ জন প্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *