আন্দোলনে নিহত আঃ আজিজ: স্ত্রীর দেনমোহর পরিশোধ করল জামায়াত

আন্দোলনে নিহত আঃ আজিজ: স্ত্রীর দেনমোহর পরিশোধ করল জামায়াত

নকলা সংবাদদাতা: 

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে শেরপুরের নকলা উপজেলার পোশক শ্রমিক আব্দুল আজিজের স্ত্রীর বিয়ের দেনমোহরের টাকা পরিশোধ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নিহত আব্দুল আজিজ উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের মৃত মোজাম্মেল হকের মেঝো ছেলে ছিলেন। সোমবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী নকলা উপজেলা শাখার আমির গোলাম সারোয়ার নিহত আব্দুল আজিজের স্ত্রী হোসনা বেগমের হাতে বিয়ের কাবিন বাবদ দেনমোহরের এক লাখ টাকা তুলেদেন। পরিবার সূত্রে জানা গেছে, গত পহেলা জুলাই আব্দুল আজিজের সঙ্গে পারিবারিকভাবে ২ লাখ টাকা দেনমোহর সাব্যস্ত করে স্থানীয় হোসনা বেগমের বিয়ে রেজিস্ট্রি করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট গাজীপুর এলাকায় কর্মস্থলের কাছে পুলিশের ছোঁড়া রাবার বুলেটে আব্দুল আজিজ গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২ দিন চিকিৎসার পর ৭ আগস্ট মৃত্যু বরন করেন। জামায়াতে ইসলামী নকলা উপজেলার আমীর গোলাম সারোয়ার জানান, আব্দুল আজিজ ও হোসনা বেগমের বিয়ের দেনমোহর করা হয়েছিলো ২ লাখ টাকা। তবে তারা স্বামী-স্ত্রী হিসেবে সংসার শুরু না করায় ইসলামী শরিয়াহ মোতাবেক ধার্যকৃত দেনমোহরের অর্ধেক স্ত্রী পেয়ে থাকেন। তাই শরিয়াহ মোতাবেক আব্দুল আজিজের স্ত্রী হোসনা বেগমের হাতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এক লাখ টাকা দেনমোহর পরিশোধ বাবদ তুলে দিয়ে মরহুম আজিজকে দায়মুক্ত করা হয়। এই পরিবারের পাশে জামায়াত ইসলামীর সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান। এসময় জামায়াতে ইসলামী নকলা উপজেলা শাখার প্রচার বিভাগের আবু তাসনিম, ইউনিয়ন কমিটির সভাপতি আতিক আলম, নারায়ণখোলা বাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম ইমরান হোসেন সবুজ, স্থানীয় সমাজ সেবক মতিউর রহমান মতিসহ জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলার অনেকেই উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *