উদ্বোধনী দিনে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ

উদ্বোধনী দিনে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: গত বছর মেয়েদের অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশের মেয়েরা। ওই প্রতিযোগিতাই এবার হবে অনূর্ধ্ব-১৯ আঙ্গিকে। উদ্বোধনী দিনে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ।

 কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আগামী ২ ফেব্রুয়ারি শুরু হবে এবারের আসর।

অংশ নিচ্ছে চারটি দেশ; বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপাল। গত বছর ফাইনালে নেপালকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে এই আসর। পয়েন্টের ভিত্তিতে সেরা দুই দল খেলবে ফাইনালে।

নেপালের পর ৪ ফেব্রুয়ারি ভারত এবং ৬ ফেব্রুয়ারি ভুটানের বিপক্ষে খেলবে স্বাগতিক বাংলাদেশ।

বাংলাদেশের সূচি

২ ফেব্রুয়ারি  নেপাল-বাংলাদেশ, সন্ধ্যা ৭টা

৪ ফেব্রুয়ারি  বাংলাদেশ-ভারত, সন্ধ্যা ৭টা

৬ ফেব্রুয়ারি  বাংলাদেশ-ভুটান, সন্ধ্যা ৭টা

৮ ফেব্রুয়ারি   ফাইনাল, সন্ধ্যা ৬টা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *