কোপা আমেরিকার আগে শেষ প্রস্তুতি ম্যাচে জিততে পারেনি ব্রাজিল

কোপা আমেরিকার আগে শেষ প্রস্তুতি ম্যাচে জিততে পারেনি ব্রাজিল

 খেলা ডেস্ক: কোপা আমেরিকার আগে শেষ প্রস্তুতি ম্যাচে জিততে পারেনি ব্রাজিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রীতি ম্যাচে ড্র করেছে সেলেসাওরা। ফ্লোরিডায় হওয়া ম্যাচটি শেষ হয়েছে ১-১ সমতায়। রদ্রিগো ব্রাজিলকে এগিয়ে নেওয়ার পর ক্রিস্তিয়ান পুলিসিক যুক্তরাষ্ট্রকে সমতায় ফেরান।

এদিন শুরু থেকেই ব্রাজিলের একাদশে ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, রাফিনিয়ার মতো প্রথম সারির খেলোয়াড়রা। সুবাদে দ্রুতই ফল পেয়ে যায় দরিভাল জুনিয়রের দল। ১৭ মিনিটে সেলেসাওদের এগিয়ে নেন রদ্রিগো। রাফিনিয়ার বাড়ানো বলে নিখুঁত ফিনিশিং করেন ব্রাজিলের নাম্বার টেন রদ্রিগো।

যুক্তরাষ্ট্র অবশ্য দ্রুতই ম্যাচে ফিরে আসে। সময় নেয় মাত্র ৯ মিনিট। ব্রাজিলের বক্সের ওপরে ফ্রিকিক পায় স্বাগতিকরা। ডান পায়ের দারুণ ফ্রিকিকে বল জালে জড়ান ক্রিস্তিয়ান পুলিসিক।

দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের খোঁজে থাকলেও পায়মি জয়সূচক গোল। ব্রাজিলের আগের ম্যাচের হিরো এন্দ্রিক এদিন ৬৫ মিনিটে বদলি নেমে সেলেসাওদের জেতাতে পারেননি। এর আগে গত রবিবার প্রস্তুতি ম্যাচে মেক্সিকোকে ৩-২ গোলে হারায় ব্রাজিল।

আগামী ২০ জুন শুরু হবে কোপা আমেরিকা। তার আগে এই দুই দলেরই আর কোনো ম্যাচ নেই।

২৫ জুন কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আসর শুরু করবে নয়বারের চ্যাম্পিয়ন ব্রাজিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *