ঝিনাইগাতীতে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ করলেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস||সত্যবয়ান

ঝিনাইগাতীতে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ করলেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস||সত্যবয়ান

মুহাম্মদ আবু হেলাল,ঝিনাইগাতী: শেরপুরের ঝিনাইগাতীতে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে এসে আনুষ্ঠানিক ভাবে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন, ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস ও জেলা প্রশাসক সাহেলা আকতার।

২০ জুন সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসব ত্রাণ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়।

এসময় ৫০ জন বন্যার্তদের মাঝে চাল, ডাল, তেল, লবণ, চিনি ও চিড়াসহ ১৫ কেজি ওজনের শুকনা খাবার বিতরণ করা হয়। একই সাথে ঝিনাইগাতী সদর ও ধানশাইল ইউনিয়নে পাহাড়ি ঢলে মৃত্যু হওয়া দুই পরিবারকে নগত অর্থ প্রদান করেন তারা।

ঝিনাইগাতীতে প্রতিবছর বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে মহারশি নদীসহ বিভিন্ন স্থানে বেরিবাঁধের অভাবে দফায় দফায় ভেঙে যাচ্ছে বিভিন্ন নদীর বাঁধ ও রাস্তা ঘাট।

এ বিষয়ে বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস তিনি বক্তব্য বলেন, পানি উন্নয়ন বোর্ডের সচিব মহোদয়ের সাথে বিষয়টি নিয়ে কথা বলা হয়েছে। শিঘ্রই বিষয়টি নিয়ে ইতিবাচক ফালাফল পাওয়া যাবে বলেও জানান তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. লাইলী বেগম, মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হক, ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন, ধানশাইল ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয় সাংবাদিকগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *