দুই বোনের গল্প নিয়ে নাটক:  শিউলি আর মালা

দুই বোনের গল্প নিয়ে নাটক: শিউলি আর মালা

বিনোদন প্রতিবেদক: গল্পটা দুই বোনকে নিয়ে। তাদের নাম শিউলি আর মালা। একটা মফস্বল শহরের গল্প। তাদের বাবা তমিজউদ্দিনকে সবাই চেনে শিউলি মালার বাবা আর একজন গুনী শিল্পী হিসাবে।.

তবে তমিজউদ্দিন প্যারালাইজ হয়ে ঘরে পড়ে আছেন বছর হতে চললো। মেয়ে শিউলি আর বোন জমিলাই মূলত তমিজের দেখভাল করে। শিউলি মাস্টার্স শেষ করতে পারেনি তার আগেই সংসার চালাতে নেমে গেছে টিউশনি করতে। তবে মালা যথেষ্ট মেধাবী হওয়ায় সে আশা লতা মহিলা বিশ্ববিদ্যালয়ে পড়তে যায় মেধাবৃত্তি নিয়ে।

এভাবে এগিয়ে যায় নাটকটির গল্প।

এটি বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির নতুন ধারাবাহিক। নাটকটির নামও দেয়া হয়েছে দুই বোনের নাম অনুসারে- ‘শিউলি মালা’। এখন থেকে প্রচারিত হবে প্রতিদিন সন্ধ্যা ৭টায়।

খলিল জিবরানের রচনায় নাটকটি পরিচালনা করেছে গোলাম সোহরাব দোদুল।

নাটকটির শিউল ও মালা চরিত্রে অভিনয় করেছেন দুই প্রজন্মের দুই অভিনেত্রী। এরমধ্যে শিউলি চরিত্রে দেখা যাবে মৌসুমী হামিদকে। আর মালা চরিত্রে দেখা যাবে কেয়া পায়েলকে। এই দুজন ছাড়াও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, সাবেরী আলম, ইন্তেখাব দিনার, রুনা খান, খলিলুর রহমান কাদেরী, শ্যামল মাওলা, সমাপ্তি মাশুক, জয়রাজ, আরেফিন জিলানী, শারমিন সুলতানা শর্মীসহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *