দেশে আরও ২৪ করোনা রোগী শনাক্ত||সত্যবয়ান

দেশে আরও ২৪ করোনা রোগী শনাক্ত||সত্যবয়ান

স্টাফ রিপোর্টার ||দেশে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২৪ জন শনাক্ত হয়েছেন। শনাক্তের হার শূন্য দশমিক ৪১ শতাংশ। এ নিয়ে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৫৫৬ জন।

তবে ২৪ ঘণ্টা দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। ফলে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনই রয়েছে।

রোববার (২৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩২৯ জন। এ নিয়ে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো ১৮ লাখ ৯৩ হাজার ৪৬০ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সারাদেশে পাঁচ হাজার ৮৮৭টি নমুনা সংগ্রহ এবং পাঁচ হাজার ৮৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪১ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৮ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ ভাইরাসটিতে আক্রান্ত একজনের মৃত্যু হয়। দেশে ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক প্রাদুর্ভাবকালে গত বছরের ৫ ও ১০ আগস্ট একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যুর রেকর্ড হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *