নকলায় যুবদের হুইসেলব্লোয়ার হিসেবে অন্তর্ভূক্তিকরণ সভা অনুষ্ঠিত

নকলায় যুবদের হুইসেলব্লোয়ার হিসেবে অন্তর্ভূক্তিকরণ সভা অনুষ্ঠিত

 নকলা সংবাদদাতা : শেরপুরের নকলায় শান্তি ও সহনশীলতা বজায়ে সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করতে যুবদের হুইসেলব্লোয়ার হিসেবে অন্তর্ভূক্তিকরণে সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরের দিকে উপজেলা বিআরডিবি মিলনায়তনে সুইস এজেন্সী ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি)-এর অর্থায়নে পরিচালিত আস্থা প্রকল্পের স্বাবলম্বী উন্নয়ন সমিতির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব ফোরামের আহবায়ক মোঃ নুর হোসেন-এঁর সভাপতিত্বে ও স্বাবলম্বী উন্নয়ন সমিতির ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ফিরোজ আহমেদ-এঁর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, পূর্ব কায়দা সরকারি প্রাথমিক বিদ্যালয়েল প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, নাগরিক প্লাটফর্মের যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম, সহকারী যুবউন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বাবু, আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার সাইকা উম্মাশীহ্, নকলা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক আল-আমিন, প্রেস ক্লাবের সদস্য ও আস্থা প্রকল্পের যুগ্ম আহবায়ক রেজাউল হাসান সাফিত, সদস্য তরুন সাংবাদিক হাসান মিয়া ও গোলাম আহমেদ লিমন, স্বেচ্ছাসেবক রাজিব হাসান আনোয়ার হোসেন প্রমুখ। সভায় নকলা উপজেলা যুব ফোরামের সকল সদস্য কর্তৃক অন্তত দুইজন করে যুবক ও যুবনারী বাছাই পূর্বক তাদেরকে হুইসেলব্লোয়ার হিসেবে অন্তভুক্ত করা হয়। আস্থা প্রকল্পটি তৃণমূল পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, একটি সহনশীল ও অহিংস যুব সমাজ গঠনে ভূমিকা রাখবে। পাশাপাশি সমাজ এবং দেশ ও জাতির উন্নয়নে সম্পৃক্তকরণের উদ্যোগ নিবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *