নকলায় শিক্ষার্থীদের রঙ তুলিতে নতুন রূপে সেজেছে

নকলায় শিক্ষার্থীদের রঙ তুলিতে নতুন রূপে সেজেছে

নকলা সংবাদদাতা : 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেষে কল্যাণমূলক কাজে ব্যস্ত রয়েছে শিক্ষার্থীরা। তাদের রং তুলিতে আঁকা হচ্ছে নতুন দেশের স্বপ্ন। সড়কের পাশে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের দেওয়ালে চিত্রাঙ্কনের মাধ্যমে তাদের স্মৃতিতে তুলে ধরার চেষ্টা করছে নকলার সাধারণ শিক্ষার্থীরা। গ্রাফিতিতে স্থান পেয়েছে কোটা বিরোধী আন্দোলনের বীরদের ছবি, একতা, প্রতিবাদী ছবি এবং সাম্যের বাণী। রয়েছে নতুন দেশ গড়ার আহ্বান ও দুর্নীতির বিরুদ্ধে স্লোগান। অনিয়ম, অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি, সাহস ও প্রেরণা যোগাবে এই গ্রাফিতি এমনটাই বলছেন সাধারণ শিক্ষার্থীরা। দেশ সংস্কারে কাজে তারা ১০ আগষ্ট থেকে শুরু করে আজ ১৪ ই আগষ্ট পর্যন্ত শহরের শাহরিয়া ফাযিল মাদরাসা, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, মুক্তমঞ্চ, থানা গেইটের দেওয়ালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের দেওয়ালে এইসব গ্রাফিতি অঙ্কন করছে। দেওয়াল পরিষ্কার করে রং তুলির আঁচড়ে তুলেধরা হচ্ছে বিপ্লবী বন্ধুদের স্বপ্নের রক্তেরাঙা নানান স্মৃতি। উপজেলার বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা প্রখর রোদকে উপেক্ষা করে ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে দেয়ালে দেয়ালে ফুটিয়ে তুলছেন তাদের স্বপ্নের দেশের প্রতিচ্ছবি। পথচারী ও সাধারণ মানুষ ক্ষণিকের জন্য দাঁড়িয়ে দেখছেন এসব গ্রাফিতি আর প্রশংসা করছেন তাদের সৃজনশীল কাজকে। শিক্ষার্থীদেরকে পানি, বিস্কুট ও কোমল পানীয় খাইয়ে আপ্যায়িত করছেন কেউ কেউ। শিক্ষার্থীরা জানান, শহরের দেওয়ালগুলো আমরা রঙিন করে বিপ্লবী বন্ধুদের স্বপ্নের রক্তে রাঙিয়ে তাদের স্মৃতি ধরে রাখতে চাই। তাই আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *