নকলায় বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত||সত্যবয়ান

নকলায় বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত||সত্যবয়ান

আব্দুল্লাহ আল-আমিন নকলা|| শেরপুরের নকলায় জলাতঙ্ক: “মৃত্যু আর নয় সবার সাথে সমন্বয়” এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২২ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২ টায় জুনোটিক ডিজিজ কন্ট্রোল পোগ্রাম, সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও জলাতঙ্কের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ হল রুমে জলাতঙ্ক রোগ ও তা নিরাময়ে করণীয় সম্পর্কিত আলোচনা সভায়
উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ইছাহাক আলী প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, ঘাতক ব্যাধি জলাতঙ্কের প্রধান বাহক কুকুর। এছাড়া বিড়াল, বেজি ও শিয়ালের আঁচড়-কামড় হতেও এ রোগ হতে পারে বলে উল্লেখ করে জলাতঙ্ক প্রতিরোধে টিকা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

এসময় উপজেলার কতিপয় দপ্তর প্রধানগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সচেতন নাগরিক সমাজ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *