নকলায় মুক্তিযোদ্ধাদের স্মার্ট কার্ড ও সনদ বিতরণ||সত্যবয়ান

নকলায় মুক্তিযোদ্ধাদের স্মার্ট কার্ড ও সনদ বিতরণ||সত্যবয়ান

নকলা সংবাদদাতা: শেরপুরের নকলা উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট আই ডি কার্ড ও মুক্তিযোদ্ধা ডিজিটাল সনদ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল’র যৌথ উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের তৃতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদের সভাপতিত্বে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মনসুরের সঞ্চালনায় সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম হিরু, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন প্রমুখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, উপজেলায় মোট ৩৬২ জন মুক্তিযোদ্ধা ও তার পরিবারের মাঝে ডিজিটাল সনদ ও ১৬৯ জন মুক্তিযোদ্ধাকে স্মার্ট আই ডি কার্ড বিতরণ করা হয়।

আধুনিক স্মার্ট কার্ডের মাধ্যমে একজন বীর মুক্তিযোদ্ধা বাস ভ্রমণ ফ্রি ও বছরে একবার বিমানে ভ্রমণ ফ্রি সুযোগ আছে এছাড়া চিকিৎসা ক্ষেত্রেও রয়েছে অনেক সুযোগ সুবিধা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *