নকলায় ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন-সত্যবয়ান

নকলায় ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন-সত্যবয়ান

নকলা (শেরপুর) প্রতিনিধি:শেরপুরের নকলায় উপজেলা পর্যায়ে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন করা হয়েছে।

“বিজ্ঞান ও প্রযুক্তি, নৈতিকতা এক সুতোয় গাঁথা” উক্ত শ্লোগানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসনের আয়োজনে মুজিব শতবর্ষ মুক্তমঞ্চে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন করা হয় এবং মেলা শেষে মঙ্গলবার বিকেলে সেরা স্টলের প্রতিষ্ঠান ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক-শিক্ষার্থী, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ-এর দেওয়া তথ্য মতে, মেলাতে মাধ্যমিক স্তরের ৮টি এবং উচ্চ মাধ্যমিক স্তরের ২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্টল বসায় এতে মাধ্যমিক স্তরে বিচারকগনের রায়ে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রথম, নকলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় দ্বিতীয় ও চন্দ্রকোনা রাজলক্ষী উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অধিকার করে এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে সরকারি হাজি জালমামুদ কলেজ প্রথম ও নকলা শাহরিয়া ফাজিল মাদ্রাসা দ্বিতীয় স্থান অধিকার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *