বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত-সত্যবয়ান

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত-সত্যবয়ান

নিজস্ব প্রতিবেদক|| শেরপুর জেলার ঝিনাইগাতীতে এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১১ ডিসেম্বর শনিবার বিকেলে রাংটিয়া আদর্শ গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলার জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন। ক্ষুদ্র-নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির নির্বাহী সদস্য শ্রী যুগল কিশোর কোচের সভাপতিত্বে ও এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ- শেরপুর আঞ্চলিক অফিস এর এরিয়া ম্যানেজার সুজল সাংমার সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে স্বাগত বক্তব্য রাখেন, ঢাকা অফিসের প্রজেক্ট লিডার-সম্প্রীতি মার্কাশ সরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নলকুড়া ইউপি চেয়ারম্যান মজনু মিয়া, সিনিয়র অফিসার (টি এন্ড সি) শান্তা ডি. কস্তা, প্যাক সদস্য শ্রী নীলমাধব হাজং, শ্রী নেজেন্দ্র কোচ, সোনে ইন্টারন্যাশনাল বাংলাদেশ ঝিনাইগাতী ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ গোলাম রব্বানী চিশতী, গাজনী কম্পেশন বাংলাদেশ এর ম্যানেজার জানেন্দ্র চাম্বুগং, ফিল্ড সুপারভাইজার এসডিএস অশীষ মানখিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোমিনুর রশীদকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পক্ষ থেকে ফুল ছিটিয়ে বরণ করা হয়। এছাড়াও অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। আলোচনা শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের পক্ষ থেকে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ, আদিবাসী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের আয়োজিত অনুষ্ঠানের প্রশংসা করে বলেন আদিবাসী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার আমাদের দেশের সৌন্দর্য্য। সমাজের মূল শ্রোতে আমাদের সাথে মিশতে সন্তানদের লেখাপড়া শিখিয়ে শিক্ষিত করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *