বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

অনলাইন ডেস্ক: দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও নিরপেক্ষতা রক্ষায় যে প্রতিশ্রুতি দিয়েছে, এই বৈঠককে সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই দেখা হচ্ছে।

জানা গেছে, বৈঠকে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হতে পারে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক শুরু হয়। এতে দেশের বিভিন্ন পত্রিকার সম্পাদকেরা উপস্থিত রয়েছেন।

সম্পাদকদের মধ্যে উপস্থিত আছেন- দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, নিউ এজের সম্পাদক নূরুল কবির, যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *