মুন্সীগঞ্জের সিরাজদিখানে জামানত হারিয়েছেন ৭ ভাইস চেয়ারম্যান প্রার্থী

মুন্সীগঞ্জের সিরাজদিখানে জামানত হারিয়েছেন ৭ ভাইস চেয়ারম্যান প্রার্থী

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১০ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সাত প্রার্থীই জামানত হারিয়েছেন। গতকাল বুধবার (২৯ মে) অনুষ্ঠিত তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এতে উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ১ লাখ ১৮ হাজার ৪৫১ ভোটার তাদের ভোট দেন। সেই হিসাবে প্রার্থীদের জামানত রক্ষায় মোট ভোটের সাড়ে ১২ শতাংশ অর্থাৎ ১৪ হাজার ৮০৬ ভোট প্রয়োজন রয়েছে।

নির্বাচনের ঘোষিত ফলাফলের বিশ্লেষণ থেকে জানা যায়, ১০ জন ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ২ হাজার ৪৭১ ভোট পেয়ে দশম স্থানে রয়েছেন মো. আরাফাত শেখ রাসেল (টিয়া পাখি প্রতীক)। ৪ হাজার ৩২৯ ভোট পেয়ে নবম স্থানে রয়েছেন শেখ মনির হোসেন মিলন (গ্যাস সিলিন্ডার)। ৫ হাজার ৯৭৫ ভোট পেয়ে অষ্টম স্থানে রয়েছেন রাসেল মন্সী (বই)। ৬ হাজার ২৫৯ ভোট পেয়ে সপ্তম হয়েছেন মো. রফিকুল ইসলাম (পালকি)।

৮ হাজার ৪৮৬ ভোট পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন মামুন হোসেন (বৈদ্যুতিক বাল্ব)। ৯ হাজার ৫৮৯ ভোট পেয়ে পঞ্চম স্থানে রয়েছেন ওমর আলী (তালা)। ১৪ হাজার ১১৮ ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন শামীম শিকদার (টিউবওয়েল)। তাঁরা সবাই নির্বাচন কমিশনকে দেওয়া জামানত খুইয়েছেন।

এদিকে ১৫ হাজার ৩৭৬ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন এএসএম শাহাদাত হোসেন (উড়োজাহাজ)। আর ২০ হাজার ২৮৫ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন প্রবীণ রাজনীতিক অ্যাডভোকেট একেএম আবুল কাশেম (চশমা)। উপজেলা ভাইস চেয়ারম্যান পদের ১০ প্রার্থীর মধ্যে কেবল এই দুজনের জামানত রক্ষা পেয়েছে। এখানে মাইক প্রতীকে ২৩ হাজার ৯০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তরুণ রাজনীতিক মহম্মদ মোশারফ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *