রাত পোহালেই শেরপুরে ৮ ইউপিতে ভোট-সত্যবয়ান

রাত পোহালেই শেরপুরে ৮ ইউপিতে ভোট-সত্যবয়ান

বুলবুল আহম্মেদ ||পঞ্চম ধাপের ৭০৮ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বুধবার ৫ জানুয়ারি। (৩ জানুয়ারি) সোমবার মধ্যরাতে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শেষ হয়েছে।

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৭টি ও শ্রীবরদী উপজেলার ১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভোটগ্রহণ সামনে রেখে নির্বাচনী এলাকায় পুলিশ, র‍্যাব, বিজিবির সদস্যরা মাঠে নেমেছেন। এছাড়া আচরণবিধি দেখভাল করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও রয়েছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ঝিনাইগাতীর সাত ইউপিতে চেয়ারম্যান পদে ৪২ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০৯ জন ও সাধারণ সদস্য পদে ২৬৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় ১ লক্ষ ৩৭ হাজার ৩১৮ জন ভোটার রয়েছেন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নে চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *