রোটারি ক্লাব অব শেরপুরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি||সত্যবয়ান

রোটারি ক্লাব অব শেরপুরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি||সত্যবয়ান

স্টাফ রিপোর্টার ||শেরপুর জেলার সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কানাশাখোলায় নবনির্মিত শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সোমবার (১ আগস্ট) বিকেলে বনজ, ফলজ ও ঔষধি সহ বিভিন্ন প্রজাতির শতাধিক বৃক্ষরোপণ করেছে রোটারি ক্লাব অব শেরপুর। বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. গিয়াস উদ্দিন।
তরুণ শিল্পপতি ও রোটারি ক্লাব অব শেরপুরের প্রেসিডেন্ট মো. সাদুজ্জামান সাদী-এমপিএইচএফ জানান, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর শাহাদাত বরণের এই শোকের মাসের প্রথম দিন রোটারি ক্লাব অব শেরপুর প্রাথমিক পর্যায়ে শতাধিক গাছের চারা রোপণ করেছে। পর্যায়ক্রমে শেরপুরের বিভিন্ন স্থানে আরও ৪০০টি বৃক্ষ রোপণ করার পরিকল্পনা হাতে নিয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন রোটারি ক্লাব অব শেরপুরের প্রেসিডেন্ট মো. সাদুজ্জামান সাদী এমপিএইচএফ, পাস্ট প্রেসিডেন্ট আলহাজ্ব ডা. মো. সুরুজ্জামান এমপিএইচএফ, পাস্ট প্রেসিডেন্ট বিনয় কুমার সাহা এমপিএইচএফ, পাস্ট প্রেসিডেন্ট মলয় মোহন বল এমপিএইচএফ, পাস্ট প্রেসিডেন্ট শরণ রায় পিএইচএফ, পাস্ট প্রেসিডেন্ট শাহী উম্মুল বানীন পিএইচএফ, পাস্ট প্রেসিডেন্ট মলয় চাকী, রোটারিয়ান এডভোকেট রফিকুল ইসলাম আধার, অনারারি সেক্রেটারি এডভোকেট ফারহানা পারভীন মুন্নী, রোটারিয়ান নাজমুল আলম প্রমুখ।
বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজনে ইভেন্ট চেয়ার হিসেবে রোটারিয়ান রফিকুল ইসলাম আধার সার্বিক দায়িত্ব পালন করেন এবং প্রজেক্টটি সমন্বয় করেন ক্লাবের সার্ভিস প্রজেক্ট চেয়ার পাস্ট প্রেসিডেন্ট মলয় মোহন বল এমপিএইচএফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *