শেরপুরের নৌহাটায় প্রবীণ নবীন সংঘের উদ্যোগে শীতবস্ত্র কম্বল বিতরণ -সত্যবয়ান

শেরপুরের নৌহাটায় প্রবীণ নবীন সংঘের উদ্যোগে শীতবস্ত্র কম্বল বিতরণ -সত্যবয়ান

বুলবুল আহম্মেদ || শেরপুরের নওহাটা মহল্লায় প্রবীণ নবীন সংঘের আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার রাতে নওহাটা মহল্লায় শতাধিক অসহায় নারী পুরুষদের মাঝে কম্বল বিতরণ ও নবান্ন উৎসব পালন করা হয়।

এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রবীণ নবীন সংঘের সভাপতি মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. ইদ্রিস আলী গেন্দাকুল।

প্রবীণ নবীন সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি যুবলীগ নেতা মো. মনোয়ার হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক আলম বাদশা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-ফারুক, তাতালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. হযরত আলী, জীবন বীমা কর্পোরেশন এর ব্যাঞ্চ ম্যানেজার আলহাজ্ব মো. শামসুল রহমান শামীম, জেলা বয়লার ও রাইস মিল মিস্ত্রী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ময়না লিচু, এডভোকেট মো. আক্রামুজ্জামান, ট্রলি চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. রাশেদুল ইসলাম, সমাজসেবক মো.খোরশেদ আলম, আলহাজ্ব নূর মাহমুদ, মাওলানা আ. বাতেন, আবুল হাশেম, আতাহার আলী, মো. আব্দুল্লাহ, মো. আমিনুল ইসলাম, শামসুল হক বাচ্চু, শহিদুল ইসলাম, মিজানুর রহমান শাহিন, আলহাজ্ব ইলিয়াস রহমতউল্লাহ, রাজু আহম্মেদ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আমরা আপনাদের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। বক্তারা আরো বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে এসব কম্বল বিতরণের জন্য এসেছি। আমরা নানান দুর্যোগে অসহায় মানুষের পাশে এসে দাড়াই। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবো বলে প্রত্যাশা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *