শেরপুরে আদালত প্রাঙ্গণে পুলিশের জব্দকৃত ভারতীয় মদ ও ফেনসিডিলসহ বিভিন্ন মাদক ধ্বংস

শেরপুরে আদালত প্রাঙ্গণে পুলিশের জব্দকৃত ভারতীয় মদ ও ফেনসিডিলসহ বিভিন্ন মাদক ধ্বংস

স্টাফ রিপোর্টার:  শেরপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে ২৭ আগস্ট মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে নালিতাবাড়ী থানা পুলিশের জব্দকৃত ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ, ফেনসিডিল, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা ধ্বংস করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, শেরপুর জেলার সীমান্তবর্তী নালিতাবাড়ী থানার পুলিশ চলিত বছরের বিভিন্ন সময়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে ওইসব মাদকসহ মাদক পাচারকারীকে গ্রেফতার এবং মদ জব্দ করে।
পরে আদালতের নির্দেশনায় মঙ্গলবার বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাসান ভুঁইয়ার উপস্থিতিতে মঙ্গলবার বিকেলে ৭৭ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ, ৬৭ বোতল ফেনসিডিল, ৪০২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬৬০ গ্রাম গাঁজা আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে ধ্বংস করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে কোর্ট পুলিশ পরিদর্শক খন্দকার শহীদুল হক, নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব ভৌমিক, কোর্ট সহকারি উপ-পরিদর্শক ফাতেমা বেগমসহ আদালতের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *