শেরপুরে উগ্রবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে হেযবুত তাওহীদের জনসচেতনতামূলক আলোচনা সভা

শেরপুরে উগ্রবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে হেযবুত তাওহীদের জনসচেতনতামূলক আলোচনা সভা

স্টাফ রিপোর্টার :উগ্রবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জনসচেতনতামূলক আলোচনা সভা করেছে হেযবুত তাওহীদ। ১০ জুলাই বুধবার দুপুরে পৌর অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তাওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

এসময় তিনি বলেন, আমাদের দেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী। একটি গোষ্ঠী ইসলামকে ব্যবহার করে অর্থনৈতিক স্বার্থ উদ্ধার (ধর্মব্যবসা) করছে। তারা ধর্মকে অবলম্বন করে উগ্রতা, বাড়াবাড়ি, ধর্মান্ধতার চর্চা করছে। এরা ধর্মপ্রাণ জনতার ইমানী চেতনাকে হাইজ্যাক করে তা ভুল পথে চালিত করে নিজেদের ব্যক্তি ও গোষ্ঠীস্বার্থ হাসিল করছে।

তিনি সবাইকে স্বার্থের রাজনীতি, ধর্মব্যবসা, ধর্ম নিয়ে অপরাজনীতি, ধর্মীয় উগ্রবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আপসহীন অবস্থান গ্রহণ করার আহবান জানান।

হেযবুত তাওহীদ শেরপুর জেলা কমিটির সভাপতি মুমিনুর রশীদ পান্নার সভাপতিত্বে এসময় আমন্ত্রিণ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক রুফাইদাহ পন্নী, সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাপ্পাসহ শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগন্জ ও ময়মনসিংহ জেলা কমিটির নেতৃবৃন্দ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *