শেরপুরে কিশোরীদের আত্মরক্ষামুলক কারাতে প্রশিক্ষণের উদ্বোধন||সত্যবয়ান

শেরপুরে কিশোরীদের আত্মরক্ষামুলক কারাতে প্রশিক্ষণের উদ্বোধন||সত্যবয়ান

স্টাফ রিপোর্টার ||শেরপুরে কিশোরীদের আত্মরক্ষামুলক দক্ষত উন্নয়নে কারাতে প্রশিক্ষণ হয়েছে। নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগের আয়োজনে আজ শুক্রবার বিকেলে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ইনডোর স্টেডিয়ামে দুই মাসব্যাপী এ কারাতে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। শেরপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে অন্যানের মাঝে উদ্দীপনামুল বক্তব্য রাখেন জেলা মহিলা সংস্থার সভানেত্রী জয়শ্রী দাস লক্ষী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ মো. নুরুল ইসলাম হিরো, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন রহমান, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিফট ইনচার্জ শিক্ষিকা হোসনে আরা প্রমুখ। প্রশিক্ষক হিসেবে রয়েছেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সোতোকান কারাতে ব্ল্যাক বেল্ট ড্যান-১ প্রাপ্ত সানোয়ার হোসেন। সপ্তাহে ৪ দিন করে ২ মাস ব্যাপী এ প্রশিক্ষণে শেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। প্রশিক্ষনটি আয়োজনে সার্বিক সহযোগিতায় রয়েছে জেলা প্রশামন, শেরপুর, ইনস্টিটিউট ফর এনভায়রণমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি), জেলা ক্রীড়া সংস্থা, শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। অতিথিরা বলেন, এ কারাতে প্রশিক্ষণ নারীদের আত্মবিশ্বাসী করবে। নারীরা আত্মশক্তিতে বলিয়ান হবে। যাতে ইভটিজি, নারীর প্রতি সহিংসতা ও নারী নির্যাতন প্রতিরোধে ভুমিকা রাখবে। তারা এ ধরনের আয়োজনের জন্য জনউদ্যোগ কমিটিকে ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *