শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে হোসনে আরা বেগম শিক্ষাবৃত্তি প্রদান

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে হোসনে আরা বেগম শিক্ষাবৃত্তি প্রদান

বুলবুল আহম্মেদ:শেরপুর সদর-১ আসনের প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন আহাম্মদ এর সহধর্মিণী হোসনে আরা বেগম স্মরনে গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। নিজাম উদ্দিন আহাম্মদ ফাউন্ডেশন ও মহীয়সী হাসমত আরা মানব উন্নয়ন সংস্থার আয়োজনে ১৬ এপ্রিল রোববার বিকেলে পৌর অডিটোরিয়াম টাউন হলে ১২ জন শিক্ষার্থীর মাঝে ১০হাজার টাকা হারে নগদ ১লক্ষ ২০ হাজার টাকা প্রদান করা হয়।

এ উপলক্ষে এক আলোচনা সভায় পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মাসুদ, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন আহাম্মদ কলেজের অধ্যক্ষ আবু সাঈদ, ডায়াবেটিক সমিতির সভাপতি বিশিষ্ট নারী উদ্যোক্তা রাজিয়া সামাদ ডালিয়া, হোসেনে আরা বেগমের জামাতা নিউইয়র্ক প্রবাসী রানা রায়হান মেয়ে নাহিদ রায়হান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা, মেয়র পুত্র সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক শিহাব আহমেদ কিবরিয়া শ্রাবন প্রমুখ।

নিজাম উদ্দিন আহাম্মদ কলেজের প্রভাষক রিতেশ কর্মকার এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা দরবেশ আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আব্দুল্লাহ আবু জাফর, মেয়র পত্নী শাহিনা আক্তার পারভীন, শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক খোরশেদ আলম মিঠু, পৌর কর্মচারী সংসদের সহ-সভাপতি নূর-ই আলম চঞ্চল প্রমুখ উপস্থিত ছিলেন।

শিক্ষাবৃত্তি প্রদান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *