শেরপুরে জেলা সদর হাসপাতালে অগ্নিকাণ্ড -সত্যবয়ান

শেরপুরে জেলা সদর হাসপাতালে অগ্নিকাণ্ড -সত্যবয়ান

স্টাফ রিপোর্টার ||শেরপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১২ জানুয়ারি বুধবার দুপুরে হাসপাতালের দু’তলায় ওই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। তবে দ্রুত সময়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভিয়ে ফেলায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে হাসপাতালের ২ শতাধিক রোগী ও স্টাফরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার সকালে জেলা সদর হাসপাতালের নতুন ভবনে ধোয়া উঠতে দেখে রোগীর স্বজনরা। এরপর তারা বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়। পরে খবর পেয়ে হাসপাতালের সামনে অবস্থিত ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে আগুন লাগার খবর পেয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা ও ভর্তি রোগীরা অনেকেই আতঙ্কিত হয়ে নিচে নেমে আসেন।

এব্যাপারে শেরপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক জানান, খবর পেয়ে আমরা দ্রুত কাজ শুরু করি। যেহেতু ফায়ার সার্ভিসের স্টেশন হাসপাতালের বিপরীত পার্শ্বে। তাই দ্রুত সময়ে আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

অগ্নিকাণ্ডের বিষয়ে জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. খাইরুল কবীর সুমন জানান, আমরা কতটা অসচেতন তা এই ঘটনায় বুজা গেল। হাসপাতালের মত গুরুত্বপূর্ণ স্থানে ধুমপান করা হয়। আবার সেটি সম্ভবত কেউ হাসপাতালের দু’তলায় ময়লা-আবর্জনার স্তুপে ফেলে ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে। তবে আগুন বিদ্যুতিক তারের মাধ্যমে ছড়িয়ে গেলে বড় ধরনের বিপদ ঘটার সম্ভাবনা ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *