শেরপুরে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে ভোট গ্রহন চলছে-সত্যবয়ান

শেরপুরে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে ভোট গ্রহন চলছে-সত্যবয়ান

বুলবুল আহম্মেদ ॥ বিরতিহীন ভাবে চলছে শেরপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহন। ভোট গ্রহন চলবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
নির্বাচনে দশটি পদে প্রতিদ্বন্ধিতা করছেন ২৬ প্রার্থী। মোট ১ হাজার ৮৩ জন পরিবহন শ্রমিক ভোট প্রদান করে তাদের নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এডভোকেট নারুয়ন চন্দ্র হোড়। সহকারী নির্বাচন কমিশনার এডভোকেট শাহীন হাসান খান এডভোকেট শাখাওয়াত হোসেন তারা, আরিফুল ইসলাম, জাহাঙ্গীর আলম সাগর, শ্রী শিবলু চন্দ্র দাস।

নির্বাচনের শুরু থেকেই উপস্থিত আছেন, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির রুমান, উপদেষ্টা ছানোয়ার হোসেন ছানু, সাইফুল ইসলাম স্বপন, কামাল উদ্দিন কমল, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান বায়েজিদ হাসান, পৌরসভার প্যানেল মেয়র -১ নজরুল ইসলাম, প্যানেল মেয়র -২ কামাল হোসেন প্রমুখ।

নির্বাচনকে সুস্থ ও শান্তিপূর্ণ পরিবেশে করার জন্য সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। এপর্যন্ত কোন ধরনের অপৃতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *