শেরপুরে তাঁতীলীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

শেরপুরে তাঁতীলীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বুলবুল আহম্মেদ :কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে শেরপুরে তাঁতীলীগের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ২২ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় জেলা আ’লীগের দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সরকার দলীয় হুইপ ও জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি।

এসময় হুইপ আতিক বলেন, শেরপুরে তাঁতীলীগকে এগিয়ে নিতে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। নিজেদের মধ্যে যে সকল সমস্যা রয়েছে তা সমাধান করতে হবে। যোগ্য ব্যক্তিকে দিয়ে কমিটি গঠন করতে হবে। তাহলেই শেরপুরের তাঁতীলীগ শক্তিশালী হবে। আগামী সংসদ নির্বাচনে দলের পক্ষে তাঁতীলীগ গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে।
হুইপ আতিক আরও বলেন, সরকারকে পূণরায় ক্ষমতা নিয়ে আসতে এখন থেকেই নিজ নিজ এলাকায় কাজ করতে হবে। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য একটি মহল সব সময় চেষ্টা চালাচ্ছেন সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।

শেরপুর জেলা তাঁতীলীগের আহ্বায়ক আব্দুর রেজ্জাক সেলিম’র সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম সেলু, সাবেক দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, শহর আ’লীগের সভাপতি প্রকাশ দত্ত, জেলা মহিলা আ’লীগের সাধারন সম্পাদক নাসরিন বেগম ফাতেমা।

জেলা তাঁতীলীগের যুগ্ম আহ্বায়ক সোহেল রানার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে সাবেক উপ-দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব দুলাল মিয়া, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এমএ বারেক তোতা, পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হায়দার আলী, ভাতশালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুন নাহার প্রমুখ।

আলোচনা শেষে তাঁতীলীগের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন সরকার দলীয় হুইপ আতিউর রহমান আতিক এমপি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *