শেরপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত

শেরপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত

মুহাম্মদ আবু হেলাল,  ঝিনাইগাতী প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে দ্বিতীয় শ্রেণীর আদিবাসী শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষক ফাহিম এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষােভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  রবিবার(২জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সন্মুখে আধা ঘন্টব্যাপী এই কর্মসূচী পালন করা হয়।
বাগাছাস ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি সৌহার্দ্য চিরানের সভাপতিত্বে এবং রুবেল নকরেক এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের ঝিনাইগাতী উপজেলা শাখার চেয়ারম্যান মি. নবেশ খকসী, শ্রীবরদী উপজেলা শাখার চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা, বাগাছাস ছাত্র সংগঠনের নেতা আলবা মৃ, অ্যান্টনী রেমা, সুমন্ত বর্মন, স্বতির্থ চিরান সহ আরো অনেকে।
এর আগে শহরের প্রধান সড়কে বিক্ষােভ মিছিল অনুষ্ঠিত হয়।
বক্তারা গ্রেপ্তারকৃত ধর্ষক ফাহিম এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
উল্লেখ্য, গত ২৮মে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের উত্তর গান্ধিগাঁও গ্রামের দ্বিতীয় শ্রেণীর এক আদিবাসী  শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়। একইদিন পুলিশ ধর্ষক কিশোর ফাহিমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *