শেরপুরে নবারুণকে হারিয়ে ফাইনালে আইডিয়াল : অনিকের হাফসেঞ্চুরি||সত্যবয়ান

শেরপুরে নবারুণকে হারিয়ে ফাইনালে আইডিয়াল : অনিকের হাফসেঞ্চুরি||সত্যবয়ান

স্টাফ রিপোর্টার ||শেরপুরে নবারুণ পাবলিক স্কুলকে ১০৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ভেন্যু ফাইনালে ওঠেছে আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাইস্কুল।

১৬ এপ্রিল শনিবার স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটিতে আইডিয়ালের ওপেনার অনিক টুর্নামেন্টের প্রথম হাফসেঞ্চুরি করেছে। সে ওপেন করতে নেমে ৭৫ বলের মোকাবেলায় ১১ বাউন্ডারীতে ৬৩ রান তুলেছে। পক্ষান্তরে এ ম্যাচে হেরে নবারুণের ফাইনালে ওঠা অনেকটা ঝুঁকির মুখে পড়লো। আগামী সোমবার জি.কে. পাইলট উচ্চ বিদ্যালয় বনাম নবারুণ পাবলিক স্কুলের মধ্যেকার বিজয়ী দল ফাইনালের সঙ্গি হবে আইডিয়ালের।

সকালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাইস্কুল। নির্ধারিত ৫০ ওভারের খেলায় ওপেনার অনিকের ১১ বাউন্ডারিতে সাজানো ৬৩, মিডলঅর্ডারে রিজনের ৩ ছক্কায় ২২, ইকবালের ৩ চারে ১৬ এবং অতিরিক্ত ৫২ রানের ওপর ভর করে ১৯৫ রানের বড় স্কোর গড়ে ৩৮.২ ওভারে অলআউট হয় আইডিয়ালের ব্যাটাররা। নবারুণের পক্ষে মুজাহিদ ৩২ রানে ৪টি এবং হৃদয় ৫৪ রানে ৩টি উইকেট লাভ করেন। জবাবে ব্যাট করতে নেমে ৩১.১ ওভারে ৯২ রানে নবারুণের ব্যাটাররা অলআউট হলে ১০৩ রানের জয় পায় আইডিয়াল। দলের পক্ষে নাহিয়ান ১৫ করলেও আর কেউ দুথঅঙ্কের ঘর ছুতে পারেনি, সর্বোচ্চ ৫৩ রান আসে মি. এক্সট্রার বদৌলতে।

আইডিয়ালের উদ্বোথনী বোলার সিয়াম ৭ ওভার বল করে ১৮ রানে ৪ উইকেট এবং শিশির ১০ রানে ২ উইকেট দখল করে। পর পর দুই খেলায় জয় পাওয়ায় ৪ দলের রাউন্ড রবীন লীগের খেলায় প্রথম দল হিসেবে ফাইনালে ওঠলো আইডিয়াল প্রিপারেটরি এন্ড হাইস্কুল। জেলায় এবার শহরের ৪টি স্কুল দল প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে রাউন্ড রবীন লীগ ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করছে। টুর্নামেন্টের শীর্ষ দুই দল ফাইনালে খেলবে।

সংক্ষিপ্ত স্কোর : আইডিয়াল প্রিপারেটরি এন্ড হাইস্কুল-১৯৫/১০, ৩৮.২ ওভার (অনিক ৬৩, রিজন ২২, ইকবাল ১৬, অতি: ৫২, মুজাহিত ৪/৩২, হৃদয় ৩/৫৪)। নবারুণ পাবলিক স্কুল-৯২/১০, ৩১.১ ওভার (নাহিয়ান ১৫, অতি: ৫৩, সিয়াম ৪/১৮, শিশির ২/১০)। আইডিয়াল প্রিপারেটরি এন্ড হাইস্কুল ১০৩ রানে জয়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *