শেরপুরে পদ্যপান অবস্থায় বিকট শব্দে মোটরসাইকেল  চালানোকালে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ

শেরপুরে পদ্যপান অবস্থায় বিকট শব্দে মোটরসাইকেল  চালানোকালে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ

স্টাফ রিপোর্টার :শেরপুর সদর থানাধীন বিভিন্ন এলকায় রাত্রি ১০ ঘটিকা হইতে শেরপুর সদর থানা পুলিশ কর্তৃক মোটরসাইকেল এবং পুলিশ পিকআপ গাড়িযোগে বখাটে উৎপাত প্রতিরোধ, কিশোর অপরাধ নিয়ন্ত্রনসহ চুরি ছিনতাই প্রতিরোধে বিভিন্ন এলকায় মহড়া পরিচালনাকালে সদর থানাধীন পাকুরিয়া চকপাড়া বাজারে পাঁকা রাস্তার উপর হতে সাইলেন্সার বিহীন দুইটি মোটরসাইকেল দ্রুত ও বেপরোয়া গতিতে বিকট শব্দে পরিচালনা করাকালে রাত্রি ১১টায় আইনের সংঘাতে জড়িত আনজুম চৌধুরী আবিদ (১৭), তানজিরুল ইসলাম সাদী ও উদয় দে (১৬) কে আটক করায় হয়।

পরে দোষীগনের দেহ তল্লাশী করাকালে তাহাদের শরীর ও মুখ হইতে মদ পান করার তীব্র গন্ধ পাওয়া যায়। ধৃত দোষী আনজুম চৌধুরী আবিদ ও উদয় দে কর্তৃক চালিত রেজিস্ট্রেশন ও সাইলেন্সারবিহীন দুইটি মোটরসাইকেল জব্দ করতঃ ধৃতদের শেরপুর সদর হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে পরীক্ষান্তে প্রত্যেকেই মদ পান করিয়াছে মর্মে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মতামত প্রদান করেন।

পরবর্তীতে তাঁদের বিরুদ্ধে শেরপুর সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও ২০১৮ সলের সড়ক পরিবহন আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *