শেরপুরে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত||সত্যবয়ান

শেরপুরে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত||সত্যবয়ান

স্টাফ রিপোর্টার ||‘পৃথিবী একটাই, আসুন গাছ লাগাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে বন্ধুসভার সদস্যরা শহরের গোপালবাড়ী, শেখহাটী, রাজাবাড়ী ও গৌরীপুর এলাকায় ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির অর্ধশত গাছের চারা রোপণ করেন।

এ সময় প্রথম আলোর শেরপুর প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, শেরপুর বন্ধুসভার উপদেষ্টা মলয় চাকী, সভাপতি রবিন সাহা, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহসভাপতি জয় সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, রজত সাহা অন্তু, সহসাংগঠনিক সম্পাদক আশিক সাহা জয়, দপ্তর সম্পাদক অনিক মাহবুব, প্রচার সম্পাদক রুকন মিয়া, সদস্য সহ আকাশ দেসহ অনেক বন্ধু উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে প্রথম আলো শেরপুর বন্ধুসভার সভাপতি রবিন সাহা বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। ফলে বাংলাদেশসহ সারা বিশ্বে প্রলম্বিত খরা, অতিবৃষ্টি ও বন্যার সৃষ্টি হচ্ছে। এর প্রভাব থেকে পরিত্রাণ পেতে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে সারা দেশে বৃক্ষ রোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।এর অংশ হিসেবে শেরপুর বন্ধুসভার উদ্যোগে বৃক্ষ রোপণ করা হলো। প্রথম আলোর এ ধরনের ইতিবাচক কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *