শেরপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব১৭-বালক) খেলার উদ্বোধন করলেন ডিসি মোমিনুর রশীদ

শেরপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব১৭-বালক) খেলার উদ্বোধন করলেন ডিসি মোমিনুর রশীদ

স্টাফ রিপোর্টার ||জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ (অনুর্ধ্ব ১৭-বালক) শেরপুর সদর উপজলার খেলা শুরু হয়েছে। ১১ মে বুধবার বিকেলে শহরের চকপাঠকস্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এ খেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

শেরপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উদ্বোধনী ফুটবল খেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি মানিক দত্ত, ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম মিজান ও সাবিহা জামান শাপলা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. শরিফুর রহমান।

জেলা ক্রীড়া সংস্থার সচিব জিন্নত আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বলাইয়েরচর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, বেতমারী-ঘুঘুরাকান্দি ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল প্রমুখ।

উদ্বাধনী খেলায় বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়নকে ৩-০ গোলে পরাজিত করে বলাইয়েরচর ইউনিয়ন একাদশ জয়ী হয়েছে। এ টুর্নামেন্ট সদর উপজেলার ১৪ ইউনিয়ন দল নকআউট ভিত্তিতে অংশগ্রহণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *