শেরপুরে বজ্রপাতে চারজনের মৃত্যু || আহত চার-সত্যবয়ান

শেরপুরে বজ্রপাতে চারজনের মৃত্যু || আহত চার-সত্যবয়ান

বুলবুল আহম্মেদ:শেরপুরে বজ্রপাতে চার জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল থেকেই টানা বৃষ্টিতে বজ্রপাতের ফলে চার জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। জেলায় চার উপজেলায় বজ্রপাতে কৃষি শ্রমিকসহ দুই কিশোরের মৃত্যু হয়।

বজ্রপাতে নিহতরা হচ্ছেন, শেরপুর সদর
উপজেলার লছমনপুর ইউনিয়নের কৃষ্ণপুর দরিপাড়া গ্রামের আ.খালেকের ছেলে মোহাম্মদ মোস্তফা, নকলা উপজেলার লাভা গ্রামের মোঃ বদিউজ্জামানের ছেলে মো. আজিজুল হক, শ্রীবরদী উপজেলার গোশাইপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে মো. আরমান হোসেন ও ঝিনাইগাতী উপজেলার আব্দুর রাজ্জাকের ছেলে মো. রাসেল মিয়া।

আহতরা হচ্ছেন- সদর উপজেলার কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের মো. ফজু মিয়ার ছেলে বদু মিয়া ও মৃত জোসনা মিয়ার ছেলে মো. আবু সাঈদ, নকলার লাভা গ্রামের আব্দুস ছালামের ছেলে বাবু মিয়া ও মোক্তার হোসেনের ছেলে হুমায়ুন ওরফে ফকির।

এব্যাপারে লছমনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সেলিম মিয়া জানান, বুধবার দুপুরে আকস্মিক বৃষ্টিতে বজ্রপাত হলে কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামে কৃষি জমিতে আমন ধানের চারা রোপনকালে কৃষি শ্রমিক মোস্তফা ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত হন আরো দুজন।  

অপরদিকে জেলার অন্তর্গত নকলা উপজেলার লাভা এলাকায় আমন ধানের চারা রোপনকালে বজ্রপাত হলে ঘটনাস্থলেই আজিজুল হকের মৃত্যু হয়। আহত হন আরো একজন। এছাড়াও শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় বজ্রপাতে দু’জন কিশোরের মৃত্যু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আর কোন বজ্রপাতে মৃত্যুর খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *