শেরপুরে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির অভিষেক অনুষ্ঠিত

শেরপুরে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির অভিষেক অনুষ্ঠিত

বুলবুল আহম্মেদ: শেরপুরে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২২ মার্চ সকাল ১১ টায় পৌর শহরের উপকন্ঠ খোয়ারপাড়স্থ সমিতির অস্থায়ী কার্যালয়ে এ অভিষেক অনুষ্ঠান করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির বিদায়ী চেয়ারম্যান অধ্যক্ষ (অবঃ) আলহাজ্ব প্রফেসর মো: ইকবাল মিয়া।

প্রফেসর (অব:) সুরুজ্জামানের সঞ্চলনায় বক্তব্য রাখেন নব-নির্বাচিত চেয়ারম্যান অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মো: ছাদেক আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কাশেম, ভাইস চেয়ারম্যান শরিফ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন আজাদ প্রমুখ।

নব-নির্বাচিত চেয়ারম্যান মো. ছাদেক আলী বলেন, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি একটি সেবামূলক প্রতিষ্ঠান। আমরা সারা জীবন মানুষের সেবা করে এসেছি। এখনও চেষ্টা করবো মানুষের সেবা করে যেতে। একই সাথে সরকারের ভালো কাজে সহযোগিতা করবো।

অভিষেক অনুষ্ঠানের শুরুতে বর্তমান নব-নির্বাচিত চেয়ারম্যানসহ অন্যন্য কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানান সাবেক কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ।

এসময় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদ, সাবেক কার্য নির্বাহী পরিষদসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *