শেরপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত||সত্যবয়ান

শেরপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত||সত্যবয়ান

বুলবুল আহম্মেদ || শেরপুরে যথাযথ মর্যাদায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়েছে। এ-উপলক্ষ্যে ২১ জুলাই বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। পরে র‍্যালিটি শহরের প্রদান প্রদান সড়ক পদক্ষিন শেষে পূণরায় সেখানে গিয়ে শেষ হয়। র‍্যালি উত্তোর জেলা প্রশাসকের কার্যালয়ের রজনীগন্ধায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ আল-আমীন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক রায়হানুল ইসলাম, সহকারী পরিচালক অজিৎ কুমার সাহা, পুলিশ সুপারের প্রতিনিধি ডিআইও-১ মো. জাহাঙ্গীর আলম, ডা. এম এ বারেক তোতা, প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ১৯৯০ সালের ১১ জুলাই প্রথমবারের মত ৯০টি দেশে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়। দেশকে বসবাস উপযোগী করার জন্য পরিবার পরিকল্পনা গ্রহনের জন্য অনুরোধ জানান।

বর্তমান সমাজে নারী ও পুরুষ সকলের স্থায়ী পদ্ধতি গ্রহন করার সুযোগ রয়েছে। জননেত্রী শেখ হাসিনা বর্তমানে সকলকে সমমানের অধিকার দিয়েছেন। সমাজকে উন্নত করতে হলে পরিবার পরিকল্পনা সম্পর্কে জনগনকে সচেতন করতে হবে। সকল কাজের প্রতি সু-দৃষ্টি রাখতে হবে। আপনাদের প্রত্যেক সন্তানদের প্রতি সচেতন হতে হবে যাতে করে তারা কোন অপরাধমুলক কাজের সাথে ঝড়িয়ে না পড়ে।

আলোচনায় সরকারি, বেসরকারি, স্বাস্থ্য কর্মী,সুশীল প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ অংশগ্রহন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *