শেরপুরে বৃক্ষমেলার সমাপনী ও সনদ বিতরন করলেন ডিসি সাহেলা আক্তার||সত্যবয়ান

শেরপুরে বৃক্ষমেলার সমাপনী ও সনদ বিতরন করলেন ডিসি সাহেলা আক্তার||সত্যবয়ান

বুলবুল আহম্মেদ || শেরপুর বনবিভাগের আয়োজনে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী ও সনদ বিতরন অনুষ্ঠিত হয়েছে। ৬ আগস্ট শনিবার বিকেলে মেলায় অংশগ্রহন কারীদের মাঝে সনদ তুলে দেন প্রধান অতিথি ডিসি সাহেলা আক্তার। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এক আলোচনা সভা করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডিসি সাহেলা আক্তার।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, নার্সারী মালিক সাদেক আলী প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, শেরপুরের সহকারী বন সংরক্ষক (এসিএফ) আবু ইউসুফ।

সভায় জানানো হয়, নার্সারী মালিকদের অনুরোধে আরও তিনদিন বৃক্ষমেলায় গাছ বিক্রি করা হবে। এবারের বৃক্ষমেলায় জেলায় মোট ৪৮ জন নার্সারী মালিক অংশ নেন। গত ৩১ জুলাই এ মেলার শুভ উদ্বোধন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *