শেরপুরে ভারতীয় মদসহ কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

শেরপুরে ভারতীয় মদসহ কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

বুলবুল আহম্মেদ: শেরপুরে ৪০ বোতল ভারতীয় মদসহ দুই কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। ১০ জুন সোমবার রাতে নালিতাবাড়ী উপজেলার উত্তর পলাশীকুড়া এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক উদ্ধার ও কারবারীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত কারবারীদ্বয় হলো, উত্তর আন্ধারুপাড়া এলাকার মো. ইদ্রিস আলীর ছেলে সেলিম মিয়া অরফে রানা (২৩) একই এলাকার মো. আলী হোসেনের ছেলে শফিকুল ইসলাম মনির (২৭)।
জব্দকৃত মদের বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা।
শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের চৌকস উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ইউসুফ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) হরিপদ চন্দ্র পালসহ একটি টিম জেলার নালিতাবাড়ী উপজেলায় উত্তর পলাশীকুড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুইজন কারবারিকে আটক করি। পরে তাদের কাছে থাকা দুইটি প্লাস্টিকের সাদা ব্যাগ তল্লাশী করে ৪০ বোতল ভারতীয় মদ জব্দ করি। যার আনুমানিক বাজার মূল্য ৮০ হাজার টাকা।
এ ঘটনায় ধৃত মাদক কারবারিদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তিনি আরও বলেন, মাদক সমাজের জন্য অভিশাপ। মাদক কারবারিদের বিরুদ্ধে এমন অভিযান অব্যহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *