শেরপুরে লছমনপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

শেরপুরে লছমনপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: শেরপুর সদর উপজেলার ৮নং লছমনপুর ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।৩০ মে বৃহস্পতিবার দুপুরে লছমনপুর ইউনিয়ন পরিষদ ভবনে ওই বাজেট সভা করা হয়। ৮নং লছমনপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে বাজেট সভায় সভাপতিত্ব করেন অত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল হাই।

এসময় তিনি উপস্থিত জনতার সম্মুখে ওই ইউনিয়নের ২০২৪-২৫ অর্থ বছরে যে কাজগুলো বাস্তবায়ন করবে সেগুলো উপস্থাপন করেন। পরে তিনি ২০২৪-২৫ অর্থ-বছরের ২ কোটি ৬০ লাখ ৮১ হাজার ৫৬১ টাকার বাজেট ঘোষনা করেন।

বাজেট সভায় ইউনিয়ন পরিষদ সচিব মো. শরীফ আল ফায়েদ এর সঞ্চালনায় ইলশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুরুজ্জামান, ইউনিয়ন সহকারী স্বাস্থ্য পরিদর্শক তাহমিনা বেগম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মালেক আকন্দ, ইউপি সদস্য আ. লতিফ, সাংবাদিক এনামুল হক বক্তব্য রাখেন।

এসময় ৮নং লছমনপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কার্তিক , পরিষদের প্যানেল চেয়ারম্যান -১ মো. আবুল হাসেম, সংরক্ষিত মহিলা সদস্য মোছা. ছকিনা বেগম, রেহানা খাতুন, আলিয়া বেগম, ইউপি সদস্যদের মধ্যে মো. রুকুনুজ্জামান ফর্সা, মো. আব্বাস আলী, মো. নুরুজ্জামান, আ. লতিফ, মো. মোখলেছুর রহমান, শাহ আলম, কালা চাঁন সাংবাদিক ইসমাইল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *