শেরপুরে স্কেটিং খেলোয়াড়দের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করলেন সাবেক সিনিয়র সচিব সামাদ||সত্যবয়ান

শেরপুরে স্কেটিং খেলোয়াড়দের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করলেন সাবেক সিনিয়র সচিব সামাদ||সত্যবয়ান

বুলবুল আহম্মেদ ||স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শেরপুরে স্কেটিং প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। স্কেটিং শেরপুর এর আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ খেলায় অংশ নেন প্রায় ৪০ জন খেলোয়াড়। ২৭ মার্চ রবিবার বিকেলে শহীদ স্মৃতি স্টেডিয়ামের ইনডোরে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সাবেক সিনিয়র সচিব ও এসডিএফের চেয়ারম্যান মো. আব্দুস সামাদ।

শেরপুর জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সিনিয়র সচিব ও এসডিএফের চেয়ারম্যান মো. আব্দুস সামাদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সহ-সভাপতি কামাল হোসেন পলাশ, সাধারণ সম্পাদক আহম্মেদ আসিফুল হাসান প্রমুখ।

নাগরিক প্লাটফর্ম জনউদ্যোগ এর আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা আওয়ামীলীগ নেত্রী কামরুননেছা আশরাক দিনা, শেরপুর প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমান, ক্রীড়া সংগঠক জিন্নত আলী প্রমুখ।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দদের শেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *