শ্রীবরদীতে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিচ  ইয়াবাসহ এক ইউপি সদস্য গ্রেপ্তার 

শ্রীবরদীতে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিচ  ইয়াবাসহ এক ইউপি সদস্য গ্রেপ্তার 

রানা, শ্রীবরদী:

শেরপুর জেলা গোয়েন্দা পুলিশ( ডিবির) মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার হয়েছে শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজির চর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো আলম মিয়া (৩৪)।

গ্রেফতারকৃত আলম মিয়া শ্রীবরদী উপজেলার উত্তর লঙ্গরপাড়া গ্রামের আরজ আলীর ছেলে ও খড়িয়াকাজির চর  ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য।

ডিবি পুলিশ সূএে জানা যায়, ২৮ শে মে মঙ্গলবার সন্ধ্যায়  শেরপুর ডিবির ওসি আবুল কালাম আজাদের তত্ত্বাবধানে ডিবির সেকেন্ড অফিসার উপ পুলিশ পরিদর্শক( এসআই) শফিকুল রহমান সজীবের নেতৃত্বে  এ এস আই  হরিপদ চন্দ্র পাল, এএস আই উমর ফারুক সঙ্গীয় ডিবি পুলিশ একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর পৌর এলাকার উত্তর গৌরীপুর শ্রীবরদী – শেরপুর সড়কের পুরাতন লিখন সিনেমা হল সং লগ্ন  হলু মিয়ার পানের দোকানের সামনে থেকে ইউপি সদস্য আলম মিয়াকে আটক করে। পরে আলম মিয়ার পরেহিত  প্যান্টের ডান পকেট থেকে উদ্ধার করা হয় ৫০ পিচ ইয়াবা  ট্যাবলেট।

অভিযানের নেতৃত্ব দেওয়া এসআই শফিকুর রহমান সজীব জানায়, দীর্ঘদিন থেকেই আলম মিয়া মাদক ব্যবসা করে আসছিল।

ইউপি সদস্যের আড়াঁলে সে নির্বিঘ্নে মাদক বেচাকেনা করতো বিভিন্ন স্থানে। সে আমাদের নজরদারিতে ছিল।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

শেরপুর জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি আবুল কালাম আজাদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় শেরপুর সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃত আলম মিয়াকে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকমুক্ত শেরপুর জেলা গড়ার প্রত্যয়ে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *