শ্রীবরদীতে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী  পালিত

শ্রীবরদীতে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

শ্রীবরদী সংবাদদাতা||১৪ ই জুলাই বৃহস্পতিবার শেরপুরের শ্রীবরদীতে পালিত হয়েছে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী।
দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রীবরদী উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে পৌর শহরের কলাকান্দা টিএনটি সড়কস্থ জামে মসজিদে বাদ জোহর প্রয়াত রাষ্ট্রপতির এরশাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও তবারক বিতরণের আয়োজন করা হয়।
অপরদিকে কাকিলাকুড়া ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে খোশালপুর তারাবন এলাকায় জাতীয় পার্টির নেতা মো হামিদুল্লাহ মন্ডলের বাড়ি প্রাঙ্গণে স্মরণ সভা, দোয়া ও মিলাদ এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
কাকিলাকুড়া ইউনিয়ন জাতীয় পার্টির সহ-সভাপতি মো আইয়ুব আলী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান, শেরপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি জননেতা আলহাজ্ব ইলিয়াস উদ্দিন চেয়ারম্যান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর শহর জাতীয় পার্টির সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর মো হারুন জিলানী সরকার, শেরপুর জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো এসএম আরশাফ, শ্রীবরদী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তারেক মো আব্দুল্লাহ রানা, বকশীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো আবু সাইম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা জাতীয় পার্টির সভাপতি ইঞ্জিনিয়ার ইকবাল আহসানের জৈষ্ঠ পুত্র মো তাওমিদ ইকবাল।
এ সময় অন্যান্যের মধ্যে শ্রীবরদী উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মো নুরুজামান, শ্রীবরদী সদর ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক মো খোয়াজ আলী, ঝিনাইগাতী উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, কাকিলাকুড়া ইউনিয়ন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো হামিদ উল্লাহ মণ্ডল, কৃষক পার্টির নেতা মো সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক পার্টির নেতা শফিকুল ইসলাম আপন, মানবাধিকার সংগঠনের সাধারণ সম্পাদক মো সজীব রহমান সহ জাতীয় পার্টি ও তার অঙ্গসংগঠনের নেতা- ৩ শতাধিক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন । পরে ৫ শতাধিক দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *