সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেখেছে: কাদের||সত্যবয়ান

সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেখেছে: কাদের||সত্যবয়ান

নিজস্ব প্রতিবেদক||দেশে দ্রব্যমূল্য ভারসাম্যপূর্ণ অবস্থায় আছে, সরকার তা নিয়ন্ত্রণে রেখেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ইউক্রেনে যুদ্ধের কারণে সারাবিশ্বেই জ্বালানিসহ জিনিসপত্রের দাম বেড়েছে। সে হিসেবে আমাদের দেশ বেশ ভালো আছে।

বৃহস্পতিবার (৫ মে) রাতে ফেনী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি চোখে সরষের ফুল দেখছে। আন্দোলন করার জন্য তাদের তো কোনো নেতাই নেই। তারা যদি কখনো সরকার গঠন করতে পারে, তখন তাদের সরকার প্রধান কে হবে?

গাঁধা যেমন পানি ঘোলা করে খায়, বিএনপিও পানি তেমনি ঘোলা করে খেয়ে তারপর নির্বাচনে আসবে। নির্বাচনে অংশগ্রহণ করা বিএনপির অধিকার, সুযোগ নয়।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি কী বলে মানুষের কাছে ভোট চাইবে, তাদের আমলে তো কোনো উন্নয়ন কর্মকাণ্ড নেই। অপরদিকে আওয়ামী লীগ পদ্মা সেতু, কর্ণফুলী ট্যানল, মেট্রো রেলসহ সারাদেশে ব্যাপক উন্নয়ন করেছে।

নিরপেক্ষ নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, এখানে নিরপেক্ষ সরকারের দরকার নেই, দরকার নিরপেক্ষ নির্বাচন কমিশন। এক্ষেত্রে সরকারের কোনো ভূমিকা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *