শেরপুরে মাদক ব্যবহার রোধে কর্মশালা অনুষ্ঠিত||সত্যবয়ান

শেরপুরে মাদক ব্যবহার রোধে কর্মশালা অনুষ্ঠিত||সত্যবয়ান

স্টাফ রিপোর্টার||সদর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ খোরশিদ আলম, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল, সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা।

এসময় বক্তারা বলেন, সারাদেশে মাদকদ্রব্যর অপব্যবহার ও প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে উঠেছে। এর অংশ হিসেবে শেরপুর সদর উপজেলার সর্বত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জন প্রতিনিধিসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে মাদককে জিরো টলারেন্সের আনতে হবে। এজন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।

কর্মশালায় পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. হায়দার আলী, কামারেরচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. হাবিবুর রহমান হাবিব, লছমনপুর ইউপি চেয়ারম্যান মো. আঃ হাই, শেরপুর প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সভাপতি আছাদুজ্জামান মোরাদ, সাধারণ সম্পাদক জিএইচ হান্নান, সদর উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দগণ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *